রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৪ জুলাই ২০২৩ তারিখ অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন তিনি।
সহকারী পরিচালক সাঈদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। ২০২০ সালের ২৫ জুলাই থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।
এদিকে নাজমুল হাসান ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইস্ট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন।
তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Post a Comment